এস এম এস বা অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম সমুহ 2023

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম কী? বর্তমানে অনেক মানুষ আছে যারা পাসপোর্টের নাম শুনলেই কেমন জানি একটু ভয় পেয়ে যাই। কিন্তু পাসপোর্ট সম্পর্কে সটিক তথ্য পেলে কেবল আপনারা ভয় কে করতে পারবেন জয়। আর তাই আজকে আমি আপনাদের সাথে পাসপোর্ট সম্পর্কিত যে সকল তথ্য তুলে ধরব-
১। অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
২। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
৩। পুরাতন পাসপোর্ট চেক করার নিয়ম
৪। Mrp পাসপোর্ট চেক করার নিয়ম এবং SMS এর মাধ্যমে এম আর পি পাসপোর্ট চেক
আপনি যদি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে কীভাবে আপনার Mrp বা ই পাসপোর্ট অনলাইনে চেক করবেন, সে সম্পর্কিত সকল কিছু জানতে পোস্টটি ভালভাবে পড়বেন। আশা করছি অনলাইনে অথবা এস এম এস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে আপনিও জানতে পারবেন। তাই চলেন সময় নষ্ট না করে পাসপোর্ট চেক করার নিয়ম জানি।
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়মঃ
ই পাসপোর্ট চেক করার জন্য আপনার একটি মোবাইল ফোন অথবা ডেকস্টপ প্রয়োজন হবে, সাথে ইনটারনেট কানেকশন থাকতে হবে। ই পাসপোর্ট চেক করার নিয়ম বা ধাপ সমুহঃ
১। প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের Chrome/Mozilla Firefox Browser Open করবেন।
২। তারপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন www.epassport.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে ভিজিট করবেন।
৩। মেনু অপশন থেকে ক্লিক করেন CHECK STATUS এবং আপনার সামনে নিচে দেওয়া ছবির মতো অপশন আসবে।

৪। প্রথমে আপনার অনলাইন রেজিস্টেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে হবে।
৫। তারপর আপনার জন্ম তারিখ টি সঠিক ভাবে বসাবেন এবং ক্যাপচাটি পূরণ করবেন।
৬। সবকিছু সঠিকভাবে বসানো হলে চেক বাটনে ক্লিক করলেই আপনার ই পাসপোর্ট চেক করা হয়ে যাবে।
উপরের ই পাসপোর্ট চেক করার নিয়ম গুলো অনুসরণ করলে আশা করি আপনারা খুবই সহজে আপনাদের পাসপোর্ট অনলাইনে চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়মঃ
যদি কোনো কারণে আপনার পাসপোর্ট হারিয়ে যাই, তাহলে আপনি কী করবেন? চিন্তার কোনো কারণ নাই, এখন খুবই সহজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। তাই এই পোস্টি ভালভাবে পড়লেই কেবল আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। প্রথমে আপনার একটি মোবাইল ফোন অথবা ডেকস্টপ প্রয়োজন হবে, সাথে ইনটারনেট কানেকশন থাকতে হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম বা ধাপ সমুহঃ
১। প্রথমে আপনার ব্রাউজার ওপেন করেন এবং ভিজিট করেন BMET Old Website- www.old.bmet.gov.bd
২। তারপর উপরের মেনু থেকে সার্চ অপশন ক্লিক করেন।
৩। এখন আপনার পাসপোর্ট নাম্বার টি সঠিকভাবে বসান।
৪। তারপর Find এ ক্লিক করলে আপনার ব্যক্তিগত সকল তথ্য পেয়ে যাবেন।

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়মঃ
বর্তমানে খুব সহজে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করা যাই। তার জন্য আপনার একটি মোবাইল ফোন দরকার হবে। মোবাইল ফোন দিয়ে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করা জন্য-
আপনাকে প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং টাইপ করবেন MRP<স্পেস >Enrollment ID
তারপর 6969 নাম্বারে মেসেজ টি পাঠিয়ে দিবেন।
কিছুক্ষণ পরে ফিরতি মেসেজ এ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট এর বর্তমান সকল তথ্য। আর এইভাবে খুবই সহকে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন।
MRP passport status check। এমআরপি পাসপোর্ট চেক করার নিয়মঃ
বর্তমানে অনেকের এম আর পি পাসপোর্ট আছে। যা চেক করার দুটি উপায় রয়েছে। উপায় দুটি হল- MRP passport status check online অর্থাৎ কীভাবে অনলাইনে এম আর পি পাসপোর্ট চেক করা যাই এবং passport status check by SMS অর্থাৎ কীভাবে SMS এর মাধ্যমে এম আর পি পাসপোর্ট চেক করা যাই। নিচে MRP passport status check বা এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম দেখানো হলঃ
Passport status check by SMS / SMS এর মাধ্যমে এম আর পি পাসপোর্ট চেকঃ
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন MRP ENROLLMENT ID এবং পাটিয়ে দিবেন ৬৯৬৯ নাম্বারে। বেস আপনার কাজ শেষ।
ফিরতি মেসেজ এ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এম আর পি পাসপোর্ট এর বর্তমান অবস্থা।
MRP Passport status check online/ অনলাইনে এম আর পি পাসপোর্ট চেকঃ
- প্রথমে আপনার ব্রাওজার ওপেন করবেন এবং ভিজিট করেন http://www.passport.gov.bd/onlinestatus.aspx ওয়েবসাইটে
- তারপর আপনার Enrolment ID ও Date of Birth/ জন্ম তারিখ সঠিকভাবে বসান।
- ক্যাপচা পূরণ করে সার্চ অপশন ক্লিক করেন।
আপনার কাজ শেষ। সাথে সাথে আপনার পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পেয়ে জাবেন।

পুরাতন পাসপোর্ট চেক করার নিয়মঃ
পুরাতন বা নতুন যেটাই হোক না কেনো ই পাসপোর্ট চেক করার নিয়ম একই। পুরাতন পাসপোর্ট চেক করার জন্য আপনার Google Chrome ব্রাউজার ওপেন করেন এবং সেখান থেকে ভিজিট করুন- www.epassport.gov.bd ওয়েবসাইটে। এরপর Check Status মেন্যুতে ক্লিক করে, Online Registration ID অথবা Application ID এবং জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করেন। সবশেষে I am human লেখার পাশে টিক দিয়ে Check বাটনে ক্লিক করলেই আপনার ই পাসপোর্ট চেক হয়ে যাবে। আপনার পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।
সর্বশেষ কথাঃ
আপনি যদি পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম জানেন তাহলে খুব সহজে আপনার এম আর পি অথবা ই পাসপোর্ট চেক করতে পারবেন। পাসপোর্ট চেক করার যেসকল নিয়ম আছে, আমি সব নিয়ম আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারছেন। ধন্যবাদ সবাইকে।