ড্রাইভিং লাইসেন্স

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩- সব কিছুর সমাধান

সাধারণত ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে তা প্রিন্টিকের কোন পর্যায়ে আছে সেটা জানার জন্য আপনাকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সমুহ জানতে হবে।

একটা সময় ছিলো যখন আপনাকে ড্রাইভিং লাইসেন্স বা এই সম্পর্কিত যেকোনো  বিষয় জানার জন্য বা যেকোনো সমস্যার জন্য বিআরটিএ তে সরাসরি যাওয়া লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের দেশ ও এখন ডিজিটাল এর দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। যার কারণে বিআরটিএ রেজিস্ট্রেশন করার জন্য বা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক করার জন্য আপনাকে এখন আর সরাসরি বিআরটিএ  অফিসে যেতে হবে না, এইসকল জিনিস গুলো এখন আপনি ঘরে বসে কয়েক সেকেন্ডে চেক বা বের করতে পারবেন।

বর্তমানে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব অপরিহার্য। ড্রাইভিং লাইসেন্স চেক করার মোট ৩ টি পদ্ধতি আছে। সেগুলো হল-

  • অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
  • মোবাইল এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক
  • রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

আজকে আমি আপনাদের জানাব ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে। তাই অনলাইনে অথবা আরো ৩ টি  উপায়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য অথবা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের এই পোস্টি ভালভাবে  পড়বেন। আশা করি আপনারা নিজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।

১। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার প্রয়োজন হবে। সাথে অবশ্যয় ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার ধাপ সমুহঃ

  1. প্রথমে আপনার ক্রোম (Chrome) ব্রাউজারটি ওপেন করেন এবং ভিজিট করেন my.brta.gov.bd/DL status.php ওয়েবসাইটে।
  2. তারপর আপনার নাম, লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখ ভালভাবে বসিয়ে সাবমিট এ ক্লিক করলে, আপনার ড্রাইবিং লাইসেন্স চেক করা হয়ে যাবে।

২। সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক বা রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধটিঃ

ড্রাইবিং লাইসেন্স চেক করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হল রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা।  আর তার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। প্রথমে আপনার মোবাইল এর ইন্টারনেট কানেকশন চালু করে নিন। তারপর এন্ড্রয়েড স্মার্টফোনে Play Store থেকে DL Checker App টি ইনস্টল করতে হবে এবং App টি ওপেন করেন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা রেফারেন্স নাম্বার (Reference No) ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে চেক ক্লিক করেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার ড্রাইবিং লাইসেন্স আর সকল তথ্য। আর এইভাবে খুব সহজে আপনি আপনার রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইবিং লাইসেন্স চেক করতে পারবেন শুধু মাত্র একটি এন্ড্রয়েড সফটওয়্যার এর মাধ্যমে।

৩। মোবাইল (SMS) এস এম এস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কি না সেটা SMS এর মাধ্যমে ও আপনি চেক করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <Space> Reference Number এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে। কিছুক্ষণ পর ফিরতি মেসেজ এ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য। অতএব আপনি চাইলে খুবই অল্প সময়ে (SMS) এস এম এস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।

৪। নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

কোনো কারণে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাই, তাহলে কী নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাবে? এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে। আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা (Reference No) রেফারেন্স নাম্বার লাগবে। শুধু নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে আপনি বিআরটিএ অফেসে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য যে কয়টি নিয়ম আছে- অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম, সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক বা রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধটি ও মোবাইল (SMS) এস এম এস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম। আপনি যেই ভেবে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করেন না কেনো আপনার অবশ্যয় যে Documents গুলি লাগবে-

  • ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা রেফারেন্স নাম্বার (Reference No)
  • জন্ম তারিখ

উপরের Documents গুলি থাকলে আপনি যেকোনো নিয়মে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোডঃ

আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার একটি মোবাইল ফোন লাগবে সাথে অবশ্যয় ইন্টারনেট কানেকশন থাকতে হবে। প্রথমে মোবাইলের Play Store থেকে DL Checker App টি ইনস্টল করতে হবে এবং App টি ওপেন করেন।  আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা (Reference No) রেফারেন্স নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে সার্চ অপশন এ ক্লিক করতে হবে। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

সর্বশেষ কথাঃ

বর্তমান সময়ে গাড়ি চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে তা প্রিন্টিকের কোন পর্যায়ে আছে সেটা জানতে চান, তাহলে আপনাকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মসমুহ জানতে হবে। ড্রাইভিং লাইসেন্স চেক করার যে তিনটি পদ্ধতি সেগুলোর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে হলে অবশ্যয় আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ লাগবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম হিসাবে আপনাকে ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে হবে। আর শুধু নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোনো নিয়ম নাই। আশা করছি এখন থেকে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন বাসাই বসেই।

FAQ:

১। ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য কী কী প্রয়োজনীয়? 

  • ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা রেফারেন্স নাম্বার (Reference No)
  • জন্ম তারিখ

২। মোট কয়টি উপায়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাই?

৩ টি  উপায়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করা যাই। সেগুলো হল-

  • সফটওয়্যার এর মাধ্যমে বা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক
  • মোবাইল এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক
  • রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

৩। নাম দিয়ে কী ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়?

না, আপনি শুধু নাম দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য অবশ্যয় ড্রাইভিং লাইসেন্স নাম্বার (DL No) অথবা রেফারেন্স নাম্বার (Reference No) এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

ট্যাগসমুহঃ

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম, ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি, ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড, রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক, ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার, ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন বাংলাদেশ, নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

আরো পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button